নাইটরা দুঃস্বপ্ন ভুলে জয়ে ফিরল

 

বিটিসি নিউজ ডেস্ক: কেকেআর-কে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে পাঞ্জাবের বিরুদ্ধে আজ জিততেই হত।  শনিবার ব্যাটিং-এ ভর করে ৩১ রানে সেই ম্যাচ জিতে নিল নাইটরা। ‘ডু অর ডাই’ ম্যাচে কিংস বোলারদের পিটিয়ে আইপিএলের ইতিহাসে নিজেদের সেরা স্কোর করল কেকেআর৷

পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টসে জিতে বোলিং-এর সিদ্ধন্ত নেন। শুরু থেকেই রানের গতি বাড়িয়ে দেন নাইটের দুই ওপেনার সুনীল নারায়ণ ও ক্রিস লিন।  লিন ১৭ বলে ২৭ রান করে আউটে হয়ে যান। তবে ৩৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে নাইটদের ভিত শক্ত করিয়ে দেন ক্যারিবিয়ান তারকা৷

এরপর ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন কার্তিক৷ ২৩ বলে তিনটি ছয় ও পাঁচটি চারের সাহায্যে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান করে কেকেআর। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি কিংসের দুই ওপেনার লোকেশ রাহুলের ও ক্রিস গেইল৷ ১৭ বলে ২১ রান করে আউট হন গেইল।

এদিনও নিজের ফর্ম ধরে রেখে ২৯ বলে ৬৬ রান করেন রাহুল। এরপর তেমন রান পাননি কেউ। শেষের দিকে অধিনায়ক অশ্বিন ২২ বলে ৪৫ রান করলেও ম্যাচ জেতাতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ২১৪ রানে থেমে যায় কিংস ইনিংস।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.