তানোরে জঙ্গীবাদ, মাদক, বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ করালেন এমপি

 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জঙ্গীবাদ,মাদক,বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও ইভটিজিং বিরোধী সামবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে তানোর থানার আয়োজনে ও ওয়ার্ন্ড ভিশনের সহযোগীতায় সমাবেশে উপস্থিত সকলকে শপথ গ্রহণ করান অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।

সমাবেশে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলামের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ্ (পিপিএম)।

বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত আলী, সিনিয়র পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল একরামুল হক, ওয়ার্ল্ড ভিশনের রিজিওরাল এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন কো-অডিনেটর জামাল উদ্দীন, তানোর এডিপি ম্যানেজার বিমল জের্মর্স কস্টা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, তানোর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, তানোর থানা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, প্রমুখ।

সমাবেশে মসজিদের ইমামগণ, র্গীজার ফাদারনা, কাজী, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী , সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.