নন্দীগ্রামে ছাপ্পা ভোট পড়েছে, আদালতে যাব, মুখ্যমন্ত্রী 

(নন্দীগ্রামে ছাপ্পা ভোট পড়েছে, আদালতে যাব, মুখ্যমন্ত্রী–ছবি: সংগৃহীত)
কলকাতা প্রতিনিধি: নন্দীগ্রামে ছাপ্পা ভোট পড়েছে ৷ এ নিয়ে আদালতে যাবে তৃণমূল কংগ্রেস ৷ এ দিন নন্দীগ্রামের বয়ালের একটি বুথে গিয়ে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, সকাল থেকে ৬৩টি অভিযোগ তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়েছেন ৷ কিন্তু কোনওক্ষেত্রেই নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে ৮০ শতাংশ ছাপ্পা ভোট পড়ে গিয়েছে ৷ আমরা কোর্টে যাব, লিগাল অ্যাকশন নিতে ৷ কেন্দ্রীয় বাহিনী বিজেপি-র কথায় কাজ করছে ৷ ওরা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে কাজ করছে৷ বাইরে সব হিন্দিতে কথা বলছে ৷ এরা কেউ বাংলার নয়, বাইরের লোক ৷’ মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বাইরে থেকে প্রচুর লোক ঢোকানো হয়েছে ছাপ্পা ভোট দেওয়ার জন্য৷ একই সঙ্গে অবশ্য দলীয় কর্মী এবং সমর্থকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অত ভয় পাওয়ার কিছু নেই ৷’
এ দিন সকাল থেকে নন্দীগ্রামের রেয়াপাড়ার ভাড়া বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী ৷ বয়ালে তৃণমূল সমর্থকরা ভোট দিতে পারছে না বলে অভিযোগ ওঠে৷ খবর পেয়ে বেলা একটার পর বেরিয়ে বয়ালের ৭ নম্বর বুথে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ তখনই সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয় ৷ মমতার সামনেই ইট নিয়ে পরস্পরের দিকে তেড়ে যায়৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মাঠের দু’ প্রান্তে বাঁশ, লাঠি নিয়ে জড়ো হয়ে যান তৃণমূল এবং বিজেপি-র সমর্থকরা ৷ বুথের একশো মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায়নি বলে অভিযোগ৷ কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.