তুরস্কে ১৩৫ জন অবৈধ বাংলাদেশী ও পাকিস্তানি আটক

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ১৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ইস্তাম্বুলের ফেইথ জেলা থেকে আটক ওই অভিবাসীরা বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আনাদোলো এজেন্সি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে আনাদোলা এজেন্সি জানায়, অবৈধ অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারী) ইস্তানবুলে এক অভিযান পরিচালনা করে পুলিশ। ওই অভিযানেই তাদের আটক করা হয়। আটকদের পরে আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়।

২০১৯ সালে রেকর্ড সংখ্যক ৪ লক্ষ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসন প্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়। এর আগের বছর ২০১৮ সালে ২ লক্ষ ৬৮ হাজার জনকে আটক করা হয়। ২০১৬ ও ২০১৭ সালে আটক হয় ১ লক্ষ ৭৫ হাজার করে অবৈধ অভিবাসী। এছাড়া মানবপাচারের দায়ে তুরস্কে গত পাঁচ বছরে প্রায় ২৮ হাজার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.