নিরাপদ সড়ক চাই (নিসচা) এর রাজশাহী জেলা কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি: নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২০২০-২০২১ মেয়াদের রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন স্বাক্ষরিত এ কমিটিতে রয়েছে ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ, ২০ সদস্যবিশিষ্ট কার্যকরী সদস্য এবং ৬২ সদস্যবিশিষ্ট সাধারণ সদস্য। কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব এ্যাড. তৌফিক আহসান টিটু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন।

উপদেষ্টা পরিষদে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, অধ্যাপক ড. আব্দুল মতিন তালুকদার, রাজশাহী চেস্বার অব কমার্সের সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান, বারিন্দ মেডিকেল কলেজের এম.ডি. জনাব মোঃ শামসুদ্দিন, আমিনা ক্লিনিকের পরিচালক ডাঃ আব্দুল মান্নান, জনাব এ্যাড. মোঃ জানে আলম, জনাব অধ্যাপক ডাঃ একেএম মনোয়ারুল ইসলাম ও জনাব মোঃ রবিউল ইসলাম রবি।

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে রয়েছেন- মোহাম্মদ ওয়ালিউর রহমান বাবু (সহ-সভাপতি), মোঃ রেজাউল করিম টুটুল (সহ-সাধারণ সম্পাদক), মোঃ বজলুর রশিদ লিটন (অর্থ সম্পাদক), ডাঃ আমানুল্লাহ আবিদ (সাংগঠনিক সম্পাদক), একরামুল হক বাচ্চু (গবেষনা বিষয়ক সম্পাদক), জাহেদুল ইসলাম (দপ্তর সম্পাদক), সুলতান উদ্দিন রাসু (প্রচার সম্পাদক), প্রকৌঃ জুনায়েদ আহমেদ (প্রকাশনা সম্পাদক), এ্যাড. শাহীন কবির (আইন বিষয়ক সম্পাদক), তাছলিমা আক্তার মনি (মহিলা বিষয়ক সম্পাদক), আব্দুল ওয়াহাব (যুব বিষয়ক সম্পাদক), মুন্সি আবুল কালাম আজাদ (সংস্কৃতি সম্পাদক) সহ আরও অনেকে।

বার্তা প্রেরক: এ্যাড. তৌফিক আহসান টিটু , সভাপতি, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.