তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২৪ ঘণ্টায়

লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে আগামী ২৪ ঘণ্টায় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে অথবা বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।
আজ শনিবার (১৯ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। আর গঙ্গা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর পানিও স্থিতিশীল রয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যানুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কক্সবাজারসহ তৎসংলগ্ন অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এই সময়ে এসব অঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও আকস্মিক বন্যা হতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.