তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের ট্রানজিট, চীনের নিন্দা

(তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের ট্রানজিট, চীনের নিন্দা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান এবং চীনকে পৃথককারী তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্টিস উইলবার। এই ঘটনার নিন্দা জানিয়েছে চীন। আজ বুধবার (২৩ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের তরফ থেকে জানানো হয়েছে, জাহাজটি আন্তর্জাতিক আইন অনুসারে একটি রুটিন বা নিয়মিত ট্রানজিটে ছিল। একমাস আগে এই জাহাজটিই এখানে ট্রানজিট নিয়েছিল।
চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী জাহাজের পুরো উত্তরণটি পর্যবেক্ষণ করেছে এবং সতর্ক করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে একই পুরাতন কৌশলগুলো খেলছে এবং তাইওয়ান প্রণালীতে সমস্যা সৃষ্টি করছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.