ব্রিটিশ ডেস্ট্রয়ারের দিকে গোলা ছোঁড়ার দাবী রাশিয়ার, নাকচ ব্রিটেনের

(ব্রিটিশ ডেস্ট্রয়ারের দিকে গোলা ছোঁড়ার দাবী রাশিয়ার, নাকচ ব্রিটেনের–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্ল্যাক সীতে অবস্থানরত ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএসের দিকে গোলা ছুঁড়েছে রাশিয়ান প্যাট্রল শিপ ও ফাইটার জেট। রাশান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ডেস্ট্রয়ারটি ক্রিমিয়ার কাছে রাশিয়ার জলসীমায় ঢুকে পড়েছিল। তাই সতর্কতাসূচক গোলা ছোঁড়া হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ব্রিটেন।
আজ বুধবার (২৩ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডেস্ট্রয়ারটির দিকে কোনো গোলা ছোঁড়া হয়নি। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব।
মস্কো জানিয়েছে, গোলা ছোঁড়ার পর ডেস্ট্রয়ারটি যাত্রাপথ পরিবর্তন করেছে। ব্রিটিশ জাহাজটির দিকে একটি রাশিয়ান প্যাট্রল শিপ দুবার গোলা ছুঁড়ে এবং একটি ফাইটার জেট চারটি বোমা ফেলে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.