তত্ত্বাবধায়কের দাবি মেনে নিন : সরকারকে মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে, আমাদের ১০ দফা মেনে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই কমিশনের অধীনে নির্বাচন হবে। জনগণ তাদের পছন্দমতো সংসদ গঠন করবে। এটা মেনে নিন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না। এখনও সময় আছে সংসদে বিল নিয়ে আসুন৷ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করুন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বুধবার (০৮ মার্চ) বিকেলে এক আলোচনায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
এসময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের সামনে কোনো বিকল্প নাই। এদেরকে ধাক্কা মারতে হয়। আসুন সবাই ঐক্যবদ্ধ হই। এই সরকারের একটাই উদ্দেশ্য ও লক্ষ্য বিএনপিকে ধ্বংস করে দেওয়া। এটা আরও আগেই শুরু হয়েছে। আজকে ১৩-১৪ বছর ক্ষমতায় থেকে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছে। বিএনপি দাবি মেনে নিয়েছিল। পরপর চারটা নির্বাচন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে। ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল করেছিল, একটা পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিল। আজকে আবার পঞ্চদশ সংশোধনী এনেছে। এর মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকতে চায়।’
মির্জা ফখরুল বলেন, ‘পরপর তিনটা বিস্ফোরণ। ঢাকায় দুটো ও চট্টগ্রামে একটি। এ ঘটনায় সরকারের কারও কোনো দায় নেই। ঢাকায় সিদ্দিকবাজারের ঘটনায় ১৭ জন মারা গেছে। সরকারের দায়িত্ব হলো কোথাও কোনো সমস্যা আছে কি না এটা দেখা। অথচ তাদের কোথাও কোনো খবর নেই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ। সভা পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.