‘ড্রোন উৎপাদন শুরু করেছে হিজবুল্লাহ’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ড্রোন উৎপাদন শুরু করেছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতা হাসান নসরুল্লাহ। তারা নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করেছে বলে দাবি তার।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) হাসান নসুরুল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরে লেনাননে ড্রোন উৎপাদন করছি।  কেউ কিনতে চাইলে ক্রয়াদেশ দিতে পারে। 
হাসান নসরুল্লাহ বলেন, রকেটকে আমরা ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারি। ইরানের বিশেষজ্ঞরা এতে আমাদের সহায়তা করছে। ইসরাইল ড্রোন প্রযুক্তি জোরদার করায় তারাও ক্ষেপণাস্ত্র উৎপাদনে সচেষ্ট হয়েছে বলে দাবি হিজবুল্লাহপ্রধানের।
ইসরাইল দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে শত্রু মনে করে আসছে। লেবানন ও ইসরাইল এখনও যুদ্ধাবস্থার মধ্যে আছে। সীমান্ত ও সমুদ্রসীমা নিয়ে তাদের উত্তেজনা এখনও চলছে। সিরিয়ায় ইরান ও হিজবুল্লাহর সেনা মোতায়েন লক্ষ্য করে ইসরাইল সম্প্রতি কয়েকশ বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের সেনা কর্মকর্তাদের মূল্যায়ন হচ্ছে, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা তাদের জন্য অন্যতম হুমকি। (সূত্র: আল অ্যারারিয়া)। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.