ইসরাইল সৃষ্টি বিংশ শতাব্দীর সেরা রাজনৈতিক অর্জন : পেলোসি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল সৃষ্টিকে ২০ শতকের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রে স্পিকার ন্যান্সি পেলোসি।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের সংসদে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাত সদস্যের ডেমোক্র্যাটদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ইসরাইলের আইনপ্রণেতাদের উদ্দেশ্য ন্যান্সি পেলোসি বলেন, ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। কারণ ইসরাইল ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে সতর্ক করেছিল।
তিনি আরও বলেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র ইসরাইলের পুরনো বন্ধু। আমি ইসরাইলের নিরাপত্তা এবং তার আঞ্চলিক স্থিতিশীলতার সমর্থন করি।
ইসরাইলের পার্লামেন্ট নেসেট স্পিকার মিকি লেভি বলেন, ইসরাইল তার নিরাপত্তার জন্য এবং তার আপসহীন সংগ্রামের জন্য কৃতজ্ঞ।
আয়রন ডোম মিসাইল সিস্টেমের জন্য তহবিল পাশ করার জন্য তিনি বিশেষভাবে তাকে ধন্যবাদ জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.