টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা জব্দ করেছে। এসময় মো. ইলিয়াছ হোসেন নামে একজন সিএনজি চালককে আটক করা হয়েছে।
টেকনাফস্থ বিজিবি-২ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফ সদর বিজিবির একটি বিশেষ টহল দল হ্নীলা ইউনিয়নের নাইক্ষংখালী স্লুইচ গেইট এলাকায় অবস্থান নেয়।
এসময় এক ব্যক্তিকে ইয়াবা ভর্তি বস্তা মাথায় নিয়ে নাফ নদী থেকে কূলের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে সে ইয়াবা গুলো ফেলে নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যাায়। পরে সেখান থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সময়ে দমদমিয়া বিজিবি চেকপোষ্টে একটি সিএনজি চালিত ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সিএনজি ট্যাক্সিটি জব্দ করা হয়েছে। চালক মো. ইলিয়াছ হোসেনকে আটক করা হয়েছে। ইলিয়াস হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মৃত কাদির হোসেনের ছেলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.