জেএফএ অনুর্ধ-১৪ ওমেন্স ইয়ুথ নকআউট ভিত্তিক জাতীয় ফুটবল টুর্নামেন্ট: সালেহার হ্যাট্রিক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ইয়ুথ ডেভলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে জেএফএ অনুর্ধ-১৪ ওমেন্স ইয়ুথ নকআউট ভিত্তিক জাতীয় ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক পর্বের খেলায় বুধবার (১৭ এপ্রিল) দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১ম সেমিতে সালেহা খাতুনের হ্রাট্রিকের সুবাদে সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা ৪-০ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের পক্ষে সালেহা ৩টি ও কুমারী কৃষ্না রানী ১টি গোল করেন। চাঁপাইনবাবগঞ্জের সালেহা ম্যাচ সেরা নির্বাচিত হলে ৫শত টাকা সম্মানী প্রদান করা হয়। ২য় সেমিতে স্বাগতিক রাজশাহী ৩-০ গোলে সফররত জয়পুরহাট জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
বিজয়ী দলের পক্ষে অথয় ২টি ও সিবানী ১টি গোল করেন। রাজশাহীর অথয় ম্যাচ সেরা নির্বাচিত হলে তাকে ৫ শত টাকা সম্মানী প্রদান করা হয়। দুটি খেলায় রেফরীর দায়িত্ব পালন করেন আলেয়া আকতার, আইরিন,আফরা,আইভি ও তানিয়া।
আগামীকালকের ফাইনাল খেলায় স্বাগতিক রাজশাহী ও সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নেবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.