জাপানে মার্কিন ঘাঁটিতে ব্যাপক কড়াকড়ি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওকিনাওয়া দ্বীপসহ যে সব ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেসব ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার জন্য কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ঘাঁটিগুলোতে করোনাভাইরাস মহামারি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ ব্যবস্থা নেওয়া হয়।
জাপানে মোতায়েন মার্কিন সেনাবাহিনী এবং জাপান সরকারের যৌথ বিবৃতিতে এ কড়াকড়ি আরোপের বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুই সপ্তাহের জন্য মার্কিন ঘাঁটিগুলো থেকে একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সেনারা বাইরে যেতে পারবেন না। এ ছাড়া প্রতিটি সেনাসদস্যকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

জাপানের ওকিনাওয়া দ্বীপে গতকাল রবিবার (০৯ জানুয়ারি) এক হাজার ৫৩৩টি করোনা সংক্রমণের ঘটনা শনাক্ত করা হয়। তার আগের দিন ওকিনাওয়ায় সর্বোচ্চ এক হাজার ৭৯৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিল। ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সেনাদের মধ্যে ৪২৯ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ডিসেম্বর মাস থেকে জাপানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। (সূত্র: পার্স টুডে)

Comments are closed, but trackbacks and pingbacks are open.