বৈরী আবহাওয়ার মুখোমুখি ভারতবাসী!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতজুড়ে চলছে বৈরী আবহাওয়া। একদিকে তুষারপাত, অন্যদিকে কুয়াশা ও ভারি বৃষ্টি। কোথাও আনন্দে মজেছেন পর্যটকরা, কোথাও বা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই।
শুভ্র তুষারে ঢেকে আছে ভারতের হিমাচল রাজ্যের বেশির ভাগ অঞ্চল। টানা কয়েক দিনের তুষারপাতে যেন অপরূপ রূপে সেজেছে শিমলাসহ রাজ্যটির পর্যটননির্ভর শহরগুলো।
তুষারকণার মায়ায় পড়েছেন পর্যটকরাও। কেউ কেউ আবার প্রথমবারের মতো তুষারপাত দেখতে অন্য রাজ্য থেকে ছুটছেন হিমাচলের দিকে। আবার অনেকে ছুটি বাড়িয়ে উপভোগ করছেন তুষারপাতের সৌন্দর্য।
হিমাচলে যখন তুষারে মেতেছেন পর্যটকরা। তখন ভারতের পাঞ্জাবে জেঁকে বসেছে তীব্র কুয়াশা। দিনের বেলাতেও অন্ধকার রাজ্যের বেশির ভাগ এলাকা। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন গাড়িচালকরা।
এদিকে আরও একধাপ এগিয়ে রাজধানী দিল্লি।
গতকাল রবিবার (০৯ জানুয়ারি) দিনভর বৃষ্টি হয়েছে শহরটিতে। বেড়েছে শীতও। করোনার কারণে কারফিউ থাকায় এবং বৃষ্টি হওয়ায় খুব একটা মানুষ ছিল না রাস্তায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.