জম্মু-কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গি নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে পুলিশের সঙ্গে দুটি পৃথক সংঘর্ষে নিষিদ্ধ জঙ্গি সংঘঠন জইশ-ই-মহম্মদের কমান্ডারসহ পাঁচ জঙ্গি নিহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানায়, জঙ্গিবিরোধী অভিযান চালানোর সময় পুলওয়ামা এবং বুদগামে সংঘর্ষ দুটি হয়।
জানা যায়, গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়।
টুইট বার্তায় কাশ্মীর পুলিশ জানায়, ‘গত ১২ ঘণ্টায় দুইটি পৃথক সংঘর্ষে পাকিস্তানের মদদপুষ্ট পাঁচ জঙ্গি মারা গিয়েছে। নিহতদের মধ্যে জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি রয়েছে। এটা আমাদের কাছে বড় সাফল্য।’
প্রসঙ্গত জাহিদ ওয়ানি লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত। ওই বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ান মারা যান। ঘটনার পর থেকে তাকে খুঁজছিল পুলিশ। 
এই অভিযানকে ‘বড় সাফল্য’ ঘোষণা টুইট করে পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.