ভারি বর্ষণে বলিভিয়ায় ভয়াবহ বন্যা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারি বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলিভিয়ার দক্ষিণাঞ্চলে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার পরিবার। বন্যায় দেশটিতে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
বন্যা কবলিত হয়ে পড়েছে প্রধান ৫টি শহর। পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় একাধিক স্থানে তলিয়ে গেছে বাঁধ।
যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বহু এলাকা। স্থানীয় কৃষি অফিস জানিয়েছে, বন্যার পানিতে ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি।
অতিরিক্ত বর্ষণের কারণে কয়েকটি স্থানে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রতিরক্ষা বিভাগ। ইতোমধ্যেই আটটি বিভাগে অরেঞ্জ এলার্ট বা মাঝারি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.