চাঁপাইনবাবগঞ্জে ওয়াইআরএফপি’র প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন (ওয়াই.আর.এফ.পি)র প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার সকালে শহরের কল্যাণপুর হর্টিকালচারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ও চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচারের আয়োজনে প্রশিক্ষণে ৭০জন চাষি অংশগ্রহণ করে।

দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাইফুর রহমান, হর্টিকালচার সেন্টারের উদ্ভিব বিশেষজ্ঞ মোঃ জহুরুল ইসলাম ও হর্টিকালচার সেন্টারের উদ্যন কর্মকর্তা মাহমুদুুল হাসান।

প্রশিক্ষণে বিভিন্ন ফল উৎপাদন, ফলের রোগ বালাইনাশক প্রতিরোধ, বেশি ফল উৎপাদনসহ বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টির উন্নয়নের উপর গুরুত্বরোপ করা হয়। এছাড়া ভিয়েতনাম থেকে সংগৃহীত ডাব উৎপাদনের উপরে প্রশিক্ষণ দেয়া হয়। শেষে প্রশিক্ষির্থীদের মাঝে দুটি করে ভিয়েতনাম থেকে সংগৃহীত ডাব গাছের চারা দেয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.