ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ৯ জেলায় ১০ জনের মৃত্যু, ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

বিটিসি নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ৯ জেলায় নারীসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের বেশীরভাগ ঘর ভেঙ্গে ও গাছ চাপা পড়ে মারা গেছে। ঘূর্ণিঝড়ে চার থেকে ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও প্রায় এক লক্ষ গাছ ভেঙ্গে গেছে। বিভিন্ন এলাকায় বেড়িবাধ ভেঙ্গে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ে আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিটিসি নিউজ এর জেলা প্রতিনিধিদের পাঠানো খবর:

পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০) গাছচাপা পড়ে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, বুলবুলের তাণ্ডব দেখে দাবুড়া আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে আবুল কালাম নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।  আজ রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পিরোজপুর প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুর জেলায় গোপাল মণ্ডল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।  আজ রবিবার দুপুরে নাজিরপুর উপজেলার লড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম গাছচাপায় গোপাল মণ্ডলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রবিবার বেলা একটার দিকে গোপাল মণ্ডলের ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা গোপাল মণ্ডল ঘটনাস্থলেই মারা যান।

বরিশাল প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে বরিশালে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, উজিরপুর উপজেলার ১নং পৌরসভায় আশলতা মজুমদার (৬৫) নামে ওই নারী নিজ বাড়িতে অবস্থানকালে ঝড়ের সময় গাছ চাপা পড়ে মারা গেছেন।

বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিচুর রহমান জানান, ‘শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন ৭০ বছর বয়সী হালিমা খাতুন।

মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর উপজেলায় ঝ‌ড়ো হাওয়ায় ঘর চাপা প‌ড়ে সা‌লেহা বেগম (৪০) না‌মে এক নারীর মৃত্যু হ‌য়ে‌ছে বলে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইফু‌দ্দিন গিয়াস জানান। মৃত সা‌লেহা বেগম সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আজাদ খাঁ‌য়ের স্ত্রী।

বাগেরহাট প্রতিনিধি জানান, ঝড়ের সময় গাছ চাপা পড়ে বাগেরহাটের রামপালে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে। সামিয়ার বাড়ি রামপালের উজলপুর এলাকায়

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছ চাপা পড়ে সেকেল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.