খুলনা বিভাগের ৭৭ করদাতাকে সম্মাননা

 

খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশে চলমান ব্যাপক উন্নয়ন অগ্রগতিতে করদাতাদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে। করদাতাদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের কারনে দেশের বর্তমান বাজেটের ৯০ শতাংশ আসে নিজস্ব তহবিল থেকে। ফলে দাতাদের উপর নির্ভরতা এখন নেই বললেই চলে। তিনি সোমবার খুলনা কর অঞ্চল আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগের ৭৭ জন করদাতাকে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি এ সময় বলেন, করদাতাদের এ সম্মাননা আরো বেশী করপ্রদানে তাদের উৎসাহিত করবে। তিন আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে নতুন করদাতা তৈরিতে কর বিভাগকে বিশেষ নজর রাখতে হবে। তবে কর আদায়ে করদাতারা যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় সেদিকেও কর বিভাগের কর্মকর্তা,কর্মচারিদের সচেষ্ট থাকতে হবে।

খুলনাঞ্চলের কর কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজম্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ মোস্তবা আলী এবং খুলনার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি কাজি আমিনুল হক ও যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলম। করদাতাদের পক্ষে মোঃ ওয়াহিদুজ্জামান এবং ওয়াসির ফরহাদ জামান তাদের অনুভূতি ব্যক্ত করেন ।

সম্মাননা অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের ১০ জেলার সর্বোচ্চ, দীর্ঘ মেয়াদী, সর্বোচ্চ মহিলা ও তরুণ সম্মাননা প্রাপ্ত ৭৭ জন সেরা করদাতা হচ্ছেন খুলনা সিটি কর্পোরেশনের সফরুন্নেসা, এসএম আজিজুল আলম ও আব্দুল হামিদ সরদার, রেহানা বেগম ও প্রদীপ কুমার বিশ্বাস, আলেয়া বেগম ও কাজী সানোয়ার হোসেন, সিটি কর্পোরেশন ব্যতীত খুলনা জেলার ফুলতলার শেখ ইবাদত হোসেন, বটিয়াঘাটার মোঃ জিয়াউল আহসান, একই উপজেলার মোঃ শামীম আহসান, ফুলতলার গাজী হাফিজুর রহমান, বটিয়াঘাটার শেখ ইসলাম হোসেন, ফুলতলার রাবেয়া খাতুন ও পাইকগাছার মোঃ ইসতিয়ার রহমান (শুভ), সাতক্ষীরার মোঃ আশিকুর রহমান (আশিক), খন্দকার আলী হায়দার, মোঃ আবু হাসান, মোঃ সামছুর রহমান, মোঃ আবুল কাশেম, সেলিনা সুলতানা শিউলী ও মোঃ সাজিদুল ইসলাম, বাগেরহাটের মোঃ আনিসুর রহমান, মোঃ সোহেল কবীর, এখলাছুর রহমান, মোঃ নুরুজ্জামান ভূইয়া, হাফিজুর রহমান শেখ, লিপিকা রানী দাস ও মীর রহমত আলী, যশোরের আবু নাসের সরকার, দীপা রানী দত্ত, মোঃ আনছারী হোসেন সোহেল, মোঃ আব্দুল মান্নান, রহমান শামীম, জাহিদা আফরোজ লিন্ডা ও ওয়াসির ফরহাদ জামান, কুষ্টিয়ার মোঃ মজিবুর রহমান, মোঃ পারভেজ রহমান, সেলিনা বেগম, আহমেদ আলী এ্যাডভোকেট, মোঃ গোলাম মহিউদ্দিন, তানিয়া আফরোজ ও ইশতিয়াক আজাদ, মাগুরার মোঃ মকবুল হোসেন (মাকুল),

মোঃ মেহেদী হাসান রাসেল, মোঃ শাহীনুর রহমান পিকুল, অভিজিত কুমার কুন্ডু, গোপাল চন্দ্র কর্মকার, মিজ সুপ্তি হক ও রবিউল, নড়াইলের মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন খাঁন, সুবোধ কুমার রায়, এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, মিনতী রানী বোস ও মোঃ জাহিদুল ইসলাম, ঝিনাইদহের মোঃ মিজানুর রহামন লিটন, এম হারুন অর রশিদ, নিখিল কুমার পাল, মোঃ আব্দুর রহিম, মোঃ আমিনুল বাশার, জান্নাতুল ফেরদৌস ও মোঃ আতিকুল হাসান মাসুম, চুয়াডাঙ্গার দিলীপ কুমার আগরওয়ালা, সবিতা আগরওয়ালা, মোঃ শহিদুল হক মোল্লা, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুল কাদের প্রধান, মারুফা হক ও সৈয়দ ফরিদ আহমেদ এবং মেহেরপুর জেলার মোঃ অজয় সুরেকা, মোঃ আব্দুস সামাদ বিশ্বাস, মোঃ আব্দুল হান্নান, মোঃ আব্দুল আউয়াল শ্যাম সুন্দর আগরওয়ালা, হামিদা খানম ও মোঃ শহিদুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.