খুলনায় ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা ব্যুরো: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নগরীর খালিশপুরের বাসিন্দা ঠিকাদার নুরুল ইসলাম রতনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
বুধবার (৩১ জানুয়ারি) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক মো. রুবেল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, খুলনা দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া নুরুল ইসলাম রতনের সম্পদ বিবরণীতে ৩৭ লাখ ৬০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি মিথ্যা দিয়ে ১ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ৭৯৭ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ন সম্পদ অর্জন করেছেন। তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় কমিশনের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। তদন্তে আরও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেলে সেটাও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.