ইরানে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় লাইব্রেরি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি বলেছেন, ইরানের আরাক শহরে বৃহত্তম লাইব্রেরি উদ্বোধন করা হবে।
৩৫তম তেহরান আন্তর্জাতিক বই মেলার (টিআইবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বইমেলার সভাপতি ইয়াসির আহমাদভান্দ বলেন, বইমেলার ভার্চুয়াল ও ফিজিক্যাল অংশে মোট ২ হাজার ২শ জন প্রকাশক রয়েছে।
এছাড়াও এবারের মেলায় ১০০ বিদেশি প্রকাশকের বই প্রদর্শিত হবে।
তেহরান আন্তর্জাতিক বই মেলা দেড় লাখ বর্গ মিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আহমদভান্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.