কাব্যে প্রেম 

লেখক: আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
আমার কাব্যে যদি খোঁজ প্রেম
অন্তহীন পথ চলায় তোমাকেই
খোঁজে নিতে হবে নিঝুম দ্বীপের
সমুদ্রে জোয়ার ভাটার সঙ্গমের
এক বাঁধাহীন অসাধারণ সুখের
মিলনের নান্দনিকতার সপ্তর্শী
সুন্দরের স্পর্শে আনন্দময় এক
সবুজ সুন্দর আলোর বিচ্ছুরণে।
আমার হৃদয়ে যদি খোঁজ প্রেম
খোঁজে নিতে হবে তোমায় পাহাড়ের চূড়া থেকে সবুজ পাথরে বয়ে চলা হৃদয়ের স্পন্দনে জলকেলির সুমধুর  জলপ্রপাতের  ঝিরঝির শব্দে ভেসে আসা  আধো আলো আধো ছায়ায় ঘেরা পাখির কলতানে মুখরিত এক নিঝুম পাহাড়ের কোনায় কোনায় পাঁজরের খাঁজের ভাঁজে ভাঁজে।
আমার কবিতায় যদি খোঁজ
এক রাশ গভীর সীমাহীন ভালোবাসা
তবে এসো প্রবাল দ্বীপের সূর্য্য
 অস্ত লগ্নে লাল দিগন্তের আকাশ সমুদ্রের একে অপরের রঙে ভালোবাসার ইন্দ্রজালের মাখামাখি আলিঙ্গনের মধুলগ্নে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.