পহেলা বৈশাখ


আর, এ, নয়ন:
এসো হে বৈশাখ
তব আগমনী বারতায়
আবাল বৃদ্ধ বনিতা
জেগেছে নব বর্ষের সাড়ায়
আজিকে দিবা মন্দ বাক্য
কহিবনা কারো সনে
যেরূপ কহিব সেরূপ হবে
ফি-দিন ভাবিছে মনে
এসো হে বৈশাখ
ব্যবসায়ীর হালখাতা নিয়ে
নতুন হিসাবের চিত্রপটে
বৈশাখী মেলা বসিছে
খাল-নদী তীর
বৃক্ষ তল রাস্তা খোল মাঠে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.