হিলিতে ২ কেজি কোকেন উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি: দিনজপুরের হিলি সীমান্তের ডাংগাপাড়া চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা হিলিগামী বাস শাহী এন্টারপ্রাইজে (বাস নম্বর-ঢাকা-ব-১৪-৯২২৭) তল্লাশি করে মালিকবিহীন এসব কোকেন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি বাসে কিছু অবৈধ মালামাল আসবে। পরে সেখানে সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল ডাংগাপাড়া এলাকায় অবস্থান করেন। এ সময় শাহী নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। অভিযানে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.