হিট অফিসারের প্রতি যে আহ্বান জানালেন মির্জা আব্বাস

 

ঢাকা প্রতিনিধি: ঢাকার চারপাশের খালগুলো খুলে দিতে ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আমার মেয়ের মতো একজনকে (বুশরা আফরিন) নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তাকে বলব- আপনি সরকারকে বলুন ঢাকার চারপাশে খালগুলো খুলে দিতে। ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন। এটা হলে বুঝব, আপনি দেশ ও ঢাকা শহরের মঙ্গল চান।’
সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বাংলাদেশকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ জন্য অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দায়ী। আজকে ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীতে পানি নেই। বাংলাদেশে ১১ শ’র বেশি নদী ছিল। এর মধ্যে তিন শ’র মতো নদী নিখোঁজ হয়ে গেছে ভূমিদস্যুদের কবলে পড়ে। এখন ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনায় পানি নেই। জলীয়বাষ্প নেই, বাংলাদেশের আকাশে মেঘ নেই।’
তিনি বলেন, ‘ঢাকা শহর ইট-কাঠ-পাথরের। এখানে ঘাস আর দেখা যায় না। ঢাকার চারপাশের জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। সরকারের মদদপুষ্ট ভূমিদস্যুরা তা ভরাট ও দখল করেছে। ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে। ঢাকা শহর কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে পানি নেই, গাছ নেই। কীভাবে পরিবেশ ঠাণ্ডা হবে? বর্তমান গণবিরোধী ও নতজানু সরকারের কারণে আমাদের ওপর গজব নাজিল হয়েছে।’
কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তীব্র দাবদাহে মানুষ রুদ্ধশ্বাস হয়ে উঠেছে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে জেডআরএফ। কারণ রাজনীতির মূল উদ্দেশ্য মানবসেবা। যার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।’
তিনি বলেন, ‘সিইসির বক্তব্য শুনে হাসি পায়। তিনি বলেছেন, ‘‘উপজেলা নির্বাচন ব্যর্থ হলে নাকি গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে!’’ তিনি নিজেই তো গণবিরোধী। সে জন্যই ডামি নির্বাচন করেছেন।’
সাধারণ মানুষের মাঝে বোতলজাত সুপেয় খাবার পানি, স্যালাইন ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে জেএডআরএফ। সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এতে আরও উপস্থিত ছিলেন জেডআরএফ’র অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.