কলকাতা তথা জেলাগুলোতে শৈত্য প্রবাহের সতর্কতা

কলকাতা (ভারত) প্রতিনিধি: বেশ কয়েক বছর বাদে কলকাতার শীতের পারদ বেশ নিম্নমুখি। পরিস্থিতি এতটাই হতে চলেছে যার যেরে আবহাওয়ার দপ্তর কলকাতা তথা জেলাগুলোতে আগাম সতর্কবার্তা জারি করেছে।
দপ্তরের মতে আগামী বেশকিছুদিন শৈত্য প্রবাহ চলবে।
স্বাভাবিক জনজীবন এখনও নিয়ন্ত্রণাধীন হলেও যে কোনও সময় পরিস্থিতি ঘোরালো হতে পারে বলে স্থানীয় খবরে প্রকাশ।
ইতিমধ্যেই সরকারী দপ্তরগুলো পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
রাস্তায় যারা রাত্রিবাস করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আপতকালিন সমস্ত রকমের সহায়তা জারি রয়েছে বলে খবর। পাশাপাশি চিকিৎসকদের সতর্ক বার্তা ও থাকছে।খুব প্রয়োজন ছাড়া রাত্রিকালিন ভ্রমণ নিষিদ্ধ। জ্বর সর্দিকাশি হলেও চিকিৎসকের বা স্থানীয় চিকিৎসাকেন্দ্রের সহায়তা নিতে বলা হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতিও ঘোরালো হয়ে পড়ছে। করোনার নতুন প্রজাতির সংক্রমণে বিশ্বজোরা চিন্তার ভাঁজ পড়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য ভারত সরকারের তরফ থেকে একাধিক সতর্কতার কথা বলা হয়েছে।
সাধারণ সর্দি কাশিতেও আক্রান্তের খবর আসছে।
যদিও দেশের হাসপাতাল গুলো যথেষ্ট সজাগ রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.