করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ : আরএমপি

আরএমপি প্রতিবেদক: এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী হিসেবে ঘোষিত হওয়ায় এবং আমাদের দেশে এ রোগের বিস্তার ঘটায় অত্র মহানগরীর জনসাধারনের জনস্বাস্থ্য নিরাপদ রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ত)(থ), ২৮ (গ), ৩০ ও ৩৩ ধারার অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, পার্ক, চিড়িয়াখানা, সিনেমাহল, থিয়েটার, সভা-সমাবেশ, সেমিনার, বড় ধরনের সামাজিক অনুষ্ঠান, ওরশ, জলসা ইত্যাদিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.