করোনার শেষ পর্বে রেমডেসিভির পাঠাল কেন্দ্র

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনা প্রায় শেষের মুহূর্তে।ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। নেই আর মহামারির কার্যবিধি। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ৮। দৈনিক সংক্রমণ কমে হয়েছে ৯১৩। পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে সর্বসাকুল্যে ভর্তি মাত্র ৫০জন।
এমত অবস্থায় কেন্দ্রের পাঠান আড়াই হাজার ভায়াল রেমডেসিভির যার আনুমানিক মুল্য ৭০লাখ টাকা।
আমজনতার করের অর্থের এই অপচয় নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারা।
সূত্রের খবর,সেন্ট্রাল ম্যাডিকেল স্টোরে গতকাল ঢুকেছে এই বিপুল পরিমাণের রেমডেসিভির।
কি কাজে লাগবে এই ইঞ্জেকশন কেউ বুঝে উঠতে পারছেন না।হু-য়ের গাইডলাইন অনুযায়ী করোনার একেবারেই শেষের অবস্থাতেই আক্রান্তদের এই ইঞ্জেকশন দেওয়া যেতে পারে। বেশিরভাগ আন্তর্জাতিক কোভিড গাইডলাইন থেকে বাদ পড়েছে রেমডেসিভির। ইঞ্জেকশনগুলোর মেয়াদ প্রায় একবছর।
রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানান সংশ্লিষ্ট চিকিৎসক মহলের সাথে কথা বলে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.