ভলিবলে নিষিদ্ধ তিন খেলোয়াড়

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন খেলোয়াড়কে পাঁচ বছর করে নিষিদ্ধ করেছে ভলিবল ফেডারেশন।
তারা হলেন- পারভেজ মোশাররফ, তিতাস আহমেদ ও নোমান হোসেন। দুই মাস আগে জাতীয় অনূর্ধ্ব-২০ ভলিবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়।
উপলক্ষ্য জুলাইয়ে ইন্দোনেশিয়ার এবিসি আন্তর্জাতিক ভলিবলে অংশ নেওয়া। ক্যাম্প শুরু হতে না হতেই দেখা দিয়েছে বিপত্তি। অনুশীলনে তিন খেলোয়াড়ের অনিয়মিত অংশগ্রহণ ও খ্যাপ খেলায় তাদের পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, ‘আমরা বাধ্য হয়ে তিনজনকে বড় শাস্তি দিয়েছি। তাদের বিপক্ষে বিস্তর অভিযোগ। শোকজ ও জরিমানা করেও তাদের শোধরানো যায়নি। তাই কমিটির সবাই মিলে পাঁচ বছর নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’
এই নিষেধাজ্ঞার ফলে তিন খেলোয়াড় জাতীয় দল শুধু নয়, ঘরোয়া কোনো প্রতিযোগিতায়ও খেলতে পারবেন না। এমনকি আন্তঃবাহিনীর প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন না। তবে খেলোয়াড়দের আপিল করার সুযোগ রয়েছে বলে জানান আশিকুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.