দেয়াড়া গ্রামের বর্ষিয়ান মুরব্বি শেখ এমদাদ আলীর ইন্তেকাল

বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া নিবাসী বাংলদেশ রেলওয়ে এর চীপ ইঞ্জিনিয়ার/জি এম এম এম লিয়াকত আলীর পিতা শেখ ইমদাদ আলী মঙ্গলবার (৩০ এপ্রিল ২০২৪ ইং) দুপুর ১২ টায় বার্ধক্যজনিত কারণে নিজেস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৪ কন্যা, নাতী-নাতনী, আত্নীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এ মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার পুত্রবধু বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবিকা ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মমিতা রহমান।

মরহুমের নামাজে জানাজা বুধবার আছর বাদ দেয়াড়া কোহিনূর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দেয়াড়া গ্রামের বর্ষিয়ান মুরব্বি শেখ এমদাদ আলীর নামাজে জানাজায় শরিক হয়েছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষকসহ এলাকার সাধারণ মানুষ। মরহুমের মৃত্যুকালীন বয়স হয়েছিল ১০১ বছর। তাঁর বড় পুত্র ইঞ্জিনিয়ার শেখ লিয়াকত হোসেন বাংলাদেশ রেলওয়ের প্রধান ইঞ্জিনিয়ার ও জিএম।, শেখ শাহাদাত হোসেন, শেখ শরাফাত হোসেন। জানাজা শেষে তাঁকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.