ঐতিহাসিক তাবুক পাহাড়ে তুষারপাত, কুয়াশায় ঢাকা মদিনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুষারপাতের কবলে পড়েছে সৌদি আরবের ঐতিহাসিক তাবুক পাহাড়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত কয়েক বছর ধরেই বিভিন্ন অঞ্চলে প্রকৃতির নানা রূপ দেখছে দেশটির মানুষ। এবারের শীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামায় তাবুক পাহাড়ে তুষারপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
লু-হাওয়া আর তপ্ত মরুর দেশ সৌদি আরব। জলবায়ু পরিবর্তনের ফলে এখন দেশটিতে কখনো দেখা মিলছে প্রবল বৃষ্টি, কখনো আবার পাহাড়ের ভাঁজে সবুজ চাদরে মোড়ানো অরণ্যের ঝলক।
তবে এবার দেশটিতে দেখা মিললো তুষারপাতের। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সৌদি আরবের তাবুকের উত্তর এবং দক্ষিণাঞ্চলের তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে যায়। এতেই দেখা মেলে তুষাপাতের। এরপরই দেশটির তাবুক অঞ্চলে প্রকৃতির অপরূপ বৈচিত্রতায় পাহাড়ি অঞ্চল এখন মনোরম হয়ে উঠেছে।
সৌদির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, অন্য বছরের তুলনায় এবার শীতকালে বেশি ঠাণ্ডা পড়েছে। হঠাৎই তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। তাবুক ছাড়াও মদিনা, আল জউফ এবং সীমান্তের উত্তরাঞ্চল কুয়াশায় ঢেকে যায়।
এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় তুরাফে অতিবৃষ্টি এবং শীলা বৃষ্টি হয়। এদিকে, আগে প্রচন্ড গরমের সময় প্রচুর পরিমানে ধুলিঝড় হলেও এখন তার পরিমাণ অনেক কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.