মধ্যপ্রাচ্য একটি বয়লার, যা বিস্ফোরিত হতে পারে : ইইউ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে হামলার বিষয়ে সতর্ক করে পুনরায় সহিংতা না বাড়ানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বান জনিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের একজন শীর্ষ কূটনীতিক।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বরেল। সিরিয়া ও ইরাকে ইরান-সংশ্লিষ্ট স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর আর সহিংসতা না বাড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বরেল যুক্তরাষ্ট্রের হামলার কথা সরাসরি বলেননি। তবে তিনি গাজা যুদ্ধ, লেবাননের সীমান্তে সহিংসতা, ইরাক ও সিরিয়ায় বোমা হামলা এবং লোহিত সাগরে জাহাজের ওপর হামলার প্রসঙ্গটি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে হামলার বিষয়ে তিনি সতর্ক করে বলেছেন, ‘মধ্যপ্রাচ্য একটি বয়লার, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।’
গত সপ্তায় জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে ওয়াশিংটন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.