এবার মোংলায় বসতবাড়িতে মিললো সাত ফুট লম্বা অজগর

 

বাগেরহাট প্রতিনিধি: একদিনের ব্যবধানে বাগেরহাটে আবারো বসতবাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
আজ সোমবার (২০ জুন) সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের শংকর মল্লিকের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপটি সাত ফুট লম্বা এবং ওজন পাঁচ কেজি।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, সাপটি বাড়ির ভেতরে দেখতে পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদিরকে মোবাইল ফোনে জানানো হয়। তিনি এসে আজগরটি উদ্ধারের পর আমরবুনিয়া টহল ফাঁড়িতে অবমুক্ত করেন।
শাহাজাহান মোক্তাদির বিটিসি নিউজকে বলেন, স্থানীয়দের সহযোগিতায় অজগরটি বাড়ি থেকে উদ্ধারের পর আমরবুনিয়া টহল ফাঁড়ির বনের ভিতরে অবমুক্ত করি।
এর আগে রোববার (১৯ জুন) সকালে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের একটি বাড়ি থেকে সাত ফুট লম্বার একটি অজগর উদ্ধার করা হয়। এর আনুমানিক ওজন ২০ কেজি ছিল। বেলা ১১টার দিকে বনবিভাগের লোকজন অজগরটি বনে অবমুক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.