এবার থেকে খোলা বাজারে পাওয়া যাবে করোনার টিকা

কলকাতা (ভারত) প্রতিনিধি: এবার থেকে খোলা বাজারে পাওয়া যাবে করোনার সবধরনের টিকার ডোজ। এজন্য প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে ডিসিজিআই-এর তরফ থেকে।
এতদিন বেসরকারি প্রতিষ্ঠানগুলো চড়া দামের ভিত্তিতে টিকাকরণ করে আসছিল।এখন প্রস্তুতকারক সংস্থাগুলো অন্যান্য ওষুধপত্রের মতই সরাসরি বাজারে আনতে পাড়বে। যতদূর জানা যাচ্ছে দামও সাধ্যের মধ্যেই থাকবে।
প্রাইভেটৈ ডাক্তার বাবুদের কাছ থেকে বা অভিজ্ঞ টিকাকর্মীদের কাছ থেকেও নিতে পারবেন। অবশ্যই অনুর্দ্ধদের এই টিকা দেওয়া যাবে না। পাশাপাশি সরকারি সংস্থাগুলিও আগের মতোই টিকাকরণ চালু রাখবে বলে স্বাস্থ্য দফতর থেকে জানান হয়েছে।
কো-উইন প্লাটফর্মে নথিভুক্ত বাধ্যতামূলক থাকবে এবং সরকারের কাছে টিকাকরণের নথি আকারে পেশ করতে হবে।মেনে চলতে হবে টিকাকরণের গাইডলাইন। যেখানে টিকাকরণ হবে সেখানে থাকতে হবে প্রয়োজনীয় পরিকাঠামো যাতে টিকাকরণের পরে কেউ অসুস্থবোধ করলে ন্যূনতম পরিষেবা দেওয়া যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.