এবার থেকে সরকারি কাজে ইন্টার্নের সুযোগ আনল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা (ভারত) প্রতিনিধি: এবার থেকে সরকারি কাজ শেখার জন্য দফতরে এসে হাতে কলমে শিক্ষানবিস তৈরির লক্ষে এগোল পশ্চিমবঙ্গ সরকার।
গতকাল এক বিবৃতিতে উচ্চ ও কারিগরি শিক্ষা দফতর থেকে এমনই এক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।
পড়ুয়াদের সবকটি বিভাগ থেকেই এই সুযোগ পাবেন। এজন্য ৬০শতাংশ স্নাতকোত্তরে নম্বর পেতে হবে।
সব বিভাগের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়াও আবেদনকারি ও অভিভাবকদের এরাজ্যের অন্তত দশ বছরের বাসিন্দ হতে হবে। আবেদনকারির বয়স ৪০-এর মধ্যে হতে হবে।সাথে মাস শেষে হাতে পাওয়া যাবে নগদ পাঁচ হাজার টাকা ও সার্টিফিকেট। যা ভবিষ্যতে সরকারি কাজের জন্য আলাদা মাপকাঠিতে বিচার করা হবে।চাইলে সফল শিক্ষানবিসেরা সরকারিকাজে সরাসরি যোগদান করতে পারবে।
কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘোষণা করেছিলেন এই স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম। আজ তা বাস্তবায়িত হতে চলেছে। ছাত্র সমাজের কাছে এ এক অকল্পনীয় সুযোগ বলে মনে করছেন ওয়াকিবহল মহল।
খুব দ্রুততার সাথে ওয়েবপোর্টাল খুলে বিশদে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষা ও কারিগরি দফতর থেকে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.