অবসরের ঘোষণা দিলেন ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ গোলদাতা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০০২ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক ঘটেছিল মার্তার। হয়েছেন পুরুষ ও নারীদের ফুটবল মিলেয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। অবশেষে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন নারীদের ফুটবলের এই কিংবদন্তি। এ বছর পর আর তাকে আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না।
বড় মঞ্চে বরাবরই ব্রাজিলের ত্রাতা হিসেবে হাজির হয়েছেন মার্তা। বিশ্বকাপের মঞ্চে নারী ও পুরুষ ফুটবল মিলিয়ে সর্বোচ্চ ১৭ গোল তারই। তবে দুঃখজনক হলেও সত্য, ব্রাজিলের হয়ে কখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি ছয়বার ফিফার বর্ষসেরা এই খেলোয়াড়। তবে ২০০৭ সালে দলকে বিশ্বকাপের ফাইনালে নিতে বড় ভূমিকা ছিল ক্যারিয়ারে ১১৭ গোল পাওয়া মার্তার।
দুইবার অলিম্পিকের দ্বিতীয় সর্বোচ্চ পদক রৌপ্যমুদ্রা পেতেও দলকে সাহায্য করেছেন নারীদের ফুটবলে সর্বকালের সেরা হিসেবে পরিচিতি পাওয়া এই ফুটবলার। যদিও এবারও মার্তার সামনে সুযোগ আছে স্বর্ণপদক জেতার। কারণ, প্যারিস অলিম্পিকে খেলতে চান তিনি।
অবসরের ব্যাপারে সিএনএনকে মার্তা বলেন, ‘আমি যদি অলিম্পিকে যাই, প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করব। কারণ, আমি অলিম্পিকে যাই বা না যাই, জাতীয় দলের হয়ে এটিই আমার শেষ বছর। ২০২৫ সালে জাতীয় দলে মার্তা আর থাকবে না। এটাই আমার শেষ বছর এবং আমি এটি এখানে নিশ্চিত করছি। (ক্যারিয়ারে) এমন সময় আসে যখন আপনার বুঝতে হবে (অবসরের) সময় হয়ে গেছে।’
জাতীয় দলের খেলা ছাড়লেও ক্লাবের হয়ে আরও কিছুদিন খেলে যাবেন মার্তা। ব্রাজিল জাতীয় দলের তরুণ খেলোয়াড়দের নিয়েও ভীষণ আশাবাদী এই কিংবদন্তি।
মার্তা বলেন, ‘আমাদের সামর্থ্যবান একটি দল আছে। খুব প্রতিভাবান মেয়েরা আছে এবং বছরের পর বছর ধরে যেটি আমি বলে আসছি, এটি (ব্রাজিল) আসলেই (ফুটবলের) উর্বর ভূমি। এ কারণেই আমি এটা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, ‘‘দেখো, আমি তোমাদের হাতে (ব্রাজিলের ফুটবল) তুলে দিচ্ছি, আমি ব্যাটন দিয়ে দিচ্ছি এবং তোমরা এটির সদ্ব্যবহার করো।’
এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকে কঠিন গ্রুপে পড়েছে ব্রাজিল নারী দল। স্পেন, জাপান ও নাইজেরিয়ার মতো কঠিন দলগুলোর বিপক্ষে খেলতে হবে সেলেসাওদের। তবে সব বাধা অতিক্রম করেই শিরোপা জিততে চান মার্তা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.