উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর ২১শে ফব্রুয়ারী।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম। আজ বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্যের পক্ষে নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, মডেল থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, প্রেসক্লাব, জাতীয় পার্টি, বিএনপি, পল্লী বিদ্যুৎ সমিতি, সুশাসনের জন্য নাগরিক সুজন, ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, যবলীগের সভাপতি ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, বানারীপাড়া ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্টুলাল কুন্ডু প্রমূখ। নুরুল আলম বক্তিয়ারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.