কিডনি রোগে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি: কিডনির রোগে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুনায়েদ রিজভী নামের এক শিক্ষার্থী মারা গেছে। (ইন্না লিল্লাহি……রাজিউন)। গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

জুনায়েদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রংপুরের হারাগাছি গ্রামে।

জুনায়েদের সহপাঠী আসিফ বিটিসি নিউজকে জানান, জুনায়েদ দীর্ঘদিন থেকে কিডনির রোগে ভুগছিলো। তার দুটি কিডনিতেই সমস্যা ছিলো। এক সপ্তাহ আগে রোগ বেড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিলো।

এ বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিটিসি নিউজকে বলেন, আমি বিষয়টি শুনেছি। জুনায়েদ দীর্ঘদিন থেকে কিডনির রোগে ভুগছিলো। ও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলো। অসুস্থতা বেড়ে যাওয়ায় ওকে ঢাকা নেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.