উজিরপুরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন এ্যাসিল্যান্ড

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের আটিপাড়ায় থান্ডা বিবির খালের উপর অবৈধ ভাবে নির্মিত পাকা ভবন গুড়িয়ে দিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী।

তিনি গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) থেকে ২ দিন ব্যাপী ইউনিয়ন ভূমি অফিসার কবিরুল ইসলাম, সার্ভেয়ার দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, জারিকারক আকবরসহ বিভিন্ন শ্রমিক নিয়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেন।

জানা যায় আটিপাড়া গ্রামের শাকিল হোসেন নামক এক প্রভাবশালী ব্যক্তি ওই খালের ১ শতাংশ জমির উপরে পাঁকা ভবন নির্মান করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার প্রনতী বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর দৃষ্টিগোচর হলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে দ্রুতভাবে খালের পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য অবৈধস্থাপনা ভেঙে ফেলেন।

এব্যাপারে জয়দেব চক্রবর্তী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সরকারী খাল ও জমিতে অবৈধভাবে কোন স্থাপনা তৈরী করতে দেওয়া হবেনা। যে কোন মূল্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। নবযোগদানকৃত এ্যাসিল্যান্ড এর কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.