খুলনায় উপ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমানকে ৭ বছরের কারাদন্ড

খুলনা ব্যুরো: খুলনায় উপ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমানকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৮৭ হাজার ৯৫ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় প্রদান করেন।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান পলাতক রয়েছেন। তিনি ১৯৮৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা যায়, দায়িত্ব পালনকালে তিনি সিএসডি গোডাউন (পি-৩৩) থেকে ১১ হাজার ৮৯৮ কেজি আমদানিকৃত চাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ৮৭ হাজার ৯৫ টাকা। এ ঘটনায় দুদকের মামলা করলে উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.