ইরাকে করোনা হাসপাতালে বিস্ফোরণ, নিহত-৫২

(ইরাকে করোনা হাসপাতালে বিস্ফোরণ, নিহত-৫২–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াতে আল-হুসেইন হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৫২ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক সংবাদে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের কথা বলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার (১২ জুলাই) রাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোভিড ওয়ার্ডটিতে ৬০ জন রোগীর চিকিৎসার বন্দোবস্ত ছিল। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।
অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালটির পরিচালনায় যুক্তদের পদত্যাগ দাবি করা হয়।
ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহামেদ আল-হালবুসি টুইটে বলেছেন, ‘ইরাকিদের জীবনরক্ষায় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা দিয়েছে এই আগুন। এই ভয়াবহ ব্যর্থতার ইতি টানার সময় এখনই।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.