ইন্ডিয়ার বর্ষসেরা বাঙালি অভিনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান

বিটিসি নিউজ ডেস্কবাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী জয়া আহসান টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা বাঙালি অভিনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন। সৃজিতের সিনেমা ‘এক যে ছিল রাজা’- এর জন্য সেরা আটে রয়েছেন তিনি।

এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মধ্যে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলী (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহা রে মন), পাওলি দম (আহা রে মন), সারা সেনগুপ্ত (উমা) ও সৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)। পুরস্কারপ্রাপ্তি ও সমসাময়িক পরিকল্পনা নিয়ে জয়া আহসান।

কেমন লাগছে সম্মাননা পেয়ে?

যেকোনো সম্মাননাই আনন্দের। এ রকম সম্মাননা দায়িত্ব বাড়িয়ে দেয়। আরও উদ্যমী করে কাজের ক্ষেত্রে।

যে সিনেমার জন্য সম্মাননা পেলেন সেটা সম্পর্কে কিছু বলবেন?

সিনেমাটা আমাদের গাজীপুরের ভাওয়াল রাজাকে নিয়ে। এটাতে রাজার চরিত্রে ছিল কলকাতার যীশু সেনগুপ্ত। আমি ছিলাম ওর বড় বোনের চরিত্রে। সিনেমায় আমার চরিত্রের নাম ছিল মৃন্ময়ী। সিনেমা সম্পর্কে এককথায় বলে শেষ করে দেয়া যায়, এটা সৃজিতের সিনেমা। সৃজিত একজন মেধাবী অভিনেতা। ওর সিনেমা মানেই অন্যরকম কিছু। এটাও তার ব্যতিক্রম ছিল না। দারুণ মেকিং করেছে, আমাদের দিয়ে দারুণ অভিনয় করিয়ে নিয়েছে।

সেটা কী বাংলাদেশের না কলকাতার সিনেমা?

সেটাও এখন জানাতে চাচ্ছি না। চমককে চমক হিসেবেই রাখছি।

নতুন কোনো সিনেমায় চুক্তি করেছেন?

হ্যাঁ, দারুণ একটা চমক আসছে। নতুন বছরে সবাইকে জানিয়ে দেব।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.