আরও সঙ্কট জনক বর্ষীয়ান কিংবদন্তী নেতা সৌমিত্র চট্টোপাধ্যায় 

কলকাতা প্রতিনিধি: আজ রবিবার সকালে আরও সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে জানালেন ডাক্তারেরা। ওষুধেও কোনও কাজ হচ্ছে না বলে জানানো হয়েছে। মাল্টিঅর্গান ফেলিওর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চিকিত্‍সক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। শনিবার সন্ধেয় তাই তড়িঘড়ি ডেকে পাঠানো হয় তাঁর পরিবারকে। প্রবীণ অভিনেতার শারীরিক পরিস্থিতির কথা জানানো হয় তাঁদের।
চিকিত্‍সক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মিরাকেলের অপেক্ষায় রয়েছেন তাঁরাও।
দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় সৌমিত্র বাবুর। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। এরপর তাঁর প্লাজমা থেরাপিও করা হয় ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.