আরএমপির অভিযানে নিষিদ্ধ ঘোষিত নতুন মাত্রার মাদক টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

আরএমপি প্রতিবেদক: সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে, জনাব এস এম মাসুদ পারভেজ, অফিসার ইনচার্জ, জনাব মোঃ মশিউর রহমান, ইন্সপেক্টর (তদন্ত), এসআই (নিঃ) মোঃ তাজ উদ্দিন আহম্মেদ ও এএসআই/মোঃ শফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৪/১১/২০২০ তারিখ ১৬.১৫ ঘটিকায় কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী মৌজাস্থ আই বাঁধের উত্তর মাথায় পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ রুবেল হোসেন (৩০), পিতা- মোঃ আঃ আজিজ, মাতা- মোসাঃ সাহেদা বেগম, সাং- চরমাঝারদিয়ার (হরুমন্ডল পাড়া), থানা-দামকুড়া, মহানগর রাজশাহীকে ১১,২০০ পিচ নিষিদ্ধ ঘোষিত নতুন মাত্রার মাদক টাপেন্টাডল ট্যাবলেট সহ (মূল্য অনুমান ২১,০০,০০০/-টাকা) হাতে নাতে আটক করেন। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রস্তাবমতে ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা এবং ফার্মেসী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৬৫ ধারামতে টাপেন্টাডল (Tapentadol) কে মাদকদ্রব্য হিসেবে ইতঃ পূর্বে ০৯ জুন ২০২০ তারিখে জারীকৃত ৫৮.০০.০০০০.০৬১.০২.০০১.১৭ (অংশ-২)-১৩২ নং প্রজ্ঞাপনটি সংশোধন করে টাপেন্টাডল (Tapentadol) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর “খ” শ্রেণির ক্রমিক-০৪ এর মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করে।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.