আবারও আন্তর্জাতিক মঞ্চে মনোনীত বাঙালি

কলকাতা (ভারত) প্রতিনিধি: ভারতের উত্তরপ্রদেশের একটি সংবাদপত্র নাম ‘খবর লহরিয়াঁ’-র ওপরেই তথ্যচিত্র নির্মাণ করেছেন সুস্মিত-রিন্টু। এটি ভারতের দলিত মহিলা দ্বারা প্রচারিত একমাত্র সংবাদপত্র।
শুধুমাত্র মোবাইল ফোনে ভরসা করে স্থানীয় সমস্যা তথা দলিত মহিলাদের নিয়ে নির্ভিক সংবাদ পরিবেশন করে নতুন দিগন্তের পিছনে ছুটছেন এই সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকেরা।
‘রাইটিং উইথ ফায়ার’ তথ্যচিত্র নির্মাণ করে তাঁদের কর্মকাণ্ডের দিক নির্দেশ করতে চেয়েছেন এই সুস্মিত রিন্টুদ্বয় যুগল। আদতে তাঁরা দিল্লির বাসিন্দা এবং বাস্তব জীবনে স্বামী-স্ত্রী।
বিদেশের মাটিতে একঝাঁক প্রশংসা কুড়নোর পর এখন ‘অস্কারের’ জন্য মনোনীত সুস্মিত ঘোষ ও রিন্টু ঘোষের তথ্যচিত্র।
প্রসঙ্গত. ১৯৯২-তেই বাঙালির মুকুটে এই আন্তর্জাতিক পালক গেঁথে গেছিল,চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার-‘অস্কার’ সত্যজিত রায়ের হাত ধরে।
তিন-দশক পর গত মঙ্গলবার আবার মার্কিন মুলুক থেকে বয়ে এল এই সুখবর।চলতি বছরে অস্কারের চূড়ান্ত পর্বে সেরা তথ্যচিত্রের মনোনয়ন পেল বাঙালির এই ডকুমেন্টারি। সুস্মিত-রিন্টুর পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.