মাইল ফলক ছুঁতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প

কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত সাফল্যতম প্রকল্পের মধ্যে ‘কন্যাশ্রী’ একেবারেই পৌঁছে গেছে প্রথম সারিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে।
২০১৩ সালে চালু করে এই প্রকল্পে ইতিমধ্যেই ৭৪ লক্ষ ৯৪ হাজার ৯১৮ জন উপকৃত হয়েছেন বলে সরকারি সূত্র থেকে গতকাল জানান হয়েছে। মনে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই ৭৫ লক্ষের গণ্ডি পেরিয়ে যাবে।
বাল্য বিবাহ রোধ, স্কুল ছুটের সংখ্যা কমান এবং আর্থিক কারণে যাতে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতেই এই প্রকল্পের কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
রাজ্য প্রশাসন থেকে দাবি করা হয়েছে, এই প্রকল্প এতটাই স্বচ্ছ যে,মানুষ চাইলেই সরকারি ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য যাচাই করে নিতে পারবে। সারা বিশ্বের কাছে আন্তর্জাতিক স্বীকৃতিও আদায় করে নিয়েছে এই প্রকল্প।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.