আদমদীঘিতে হোটেলে রাখা খাবারে হাত দিতে নিষেধ করায় মালিককে মারপিট তছনছ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে হোটেলে খাবার সামগ্রীতে হাত দিয়ে নাড়াচাড়া করতে নিষেধ করায় খদ্দেরের মারপিটে আমজাদ হোসেন (৪৩) নামের এক হোটেল মালিক গুরুত্বর আহত ও দোকানপাটের খাবার সামগ্রী তছনছ করে ক্ষতিসাধনের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলগেটের নিকট হোটেলে এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আদমদীঘির ছাতিয়ানগ্রামের ওই খাবার হোটেল মালিক আমজাদ হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর জনৈক—-সহ তার লোকজন তার হোটেলে এসে খাবার সমাগ্রীতে নোংরা হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকে।

এসময় করোনার কারণে তাকে খাবার সামগ্রীতে হাত দিতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে এলোপাথারী মারপিট করে দোকানের সমগ্র খাবার সামগ্রী ছিটিয়ে তছনছ করে ও ক্যাশবাক্্র থেকে টাকা লুট করে।

তাদের হোটেল মালিক মারপিটে মাথাসহ দুই হাতে প্রচন্ড আঘাত প্রাপ্ত ও রক্তাক্ত হয়। রাতেই আহত আমজাদ হোসেনকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.