আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে এক ব্যক্তির মৃত্যু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে ঋনগ্রস্থ হয়ে হতাশায় আবু বক্কর ছিদ্দিক (৭০) নামের এক ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। মৃত আবু বক্কর ছিদ্দিক আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা দক্ষিন পাড়ার মৃত রিয়াজ উদ্দিন মাস্টারের ছেলে।
গতকাল রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৬টায় নওগাঁ সদর থেকে রাজশাহি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
মৃত আবু বক্করের বড় জামাই আসাদুজ্জামান জানান, তার স্বশুড় সাংসারিক কাজে এনজিও এবং কিছু ব্যক্তিদের নিকট থেকে বেশ কিছু টাকা ঋন গ্রহন করে। তা পরিশোধে হিমশিম খাচ্ছিল। এই ঋনের টাকা পরিশোধ করতে না পারা ও ঋন গ্রহিতাদের চাপে হতাশার পাশাপাশি মস্তিস্ক কিছুটা বিকৃত হয়।
গতকাল রবিবার বিকেল ৩ টায় গ্রামর পাশে একটি পুকুর পাড়ে স বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হলে তাকে প্রথমে আদমদীঘি ও নওগাঁ সদর থেকে রাজশাহি নেয়া পথে রাত সাড়ে ৬টায় মারা যায়। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে ওসি জালাল উদ্দীন জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.