আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিল্ডিংয়ে নির্মান কাজ করতে গিয়ে শিমুল হোসেন (৩২) নামের এক গৃহ নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে।
আজ শনিবার (২৫ জুন) বেলা ১০ টায় মুরইল বাজারের ইতালি প্রবাসি রশিদুলই সলামের বাসায় নির্মান কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিন যাবত আদমদীঘির মুরইল বাজারের ইতালি প্রবাসি রশিদুল ইসলাম বাবু বাসায় ৫/৬ জন গৃহনির্মান শ্রমিক নিয়ে বিল্ডিং নির্মান কাজ করছিলেন হেড মিস্ত্রী শিমুল হোসেন। ওই বিল্ডিংয়ের দু,তলায় বাসার পাশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের পিডিপির বৈদ্যুতিক সংযোগ রয়েছে।
আজ শনিবার (২৫ জুন) নির্মান কাজ করার সময় অসাবধানতা বসত প্রধান মিস্ত্রী শিমুল হোসেন ওই বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়। তাকে গুরুত্বর আহত অবস্থায় আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.